নিজস্ব প্রতিনিধি | ২৭ জানুয়ারি ২০২১ | ২:২১ অপরাহ্ণ
জনপ্রিয় অভিনেতা ওমর সানী এবার অভিনয় করছেন ওয়েব ফিল্মে। রফিকুল ইসলাম বুলবুল এর পরিচালনায় “ওমর সানী- মৌসুমি ফ্যান ক্লাব” নামক ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছে ইএসকে মিডিয়া বিডি। প্রযোজনা সংস্থার হতে জানা যায়,সমসাময়িক সামাজিক ব্যধিকে বিষয়বস্তু করে নির্মিতব্য ওয়েভ ফিল্মটির শুটিং আগামী সপ্তাহেই শুরু হবে।
গত ২৬ জানুয়ারি মোহাম্মদপুরে ছবিটির পরিচালক রফিকুল ইসলাম বুলবুল-এর সাথে অভিনয় শিল্পীদের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
ওমর সানি ছাড়াও ওয়েব ফিল্মটিতে আরো অভিনয় করবেন তামিল সিনেমায় অভিনয় করা নায়ক মাসুম বিল্লাহ ফারদিন , চিত্রনায়িকা শ্রাবণী সিনহা।বিশেষ ভূমিকায় অভিনয় করবেন ইঞ্জিনিয়ার শাকিল খান।এছাড়াও অতিথি শিল্পী হিসেবে অভিনয় করবেন প্রিয়দর্শিনী মৌসুমী।ওয়েভ ফ্লিমটি কানাডা ভিত্তিক sonyflx TV তে প্রদর্শিত হবে।
বিশেষ ভাবে উল্লেখ্য যে,প্রযোজনা প্রতিষ্ঠানটি ওয়েব ফ্লিমটির লভ্যাংশের অর্থ ” আমরা সবাই ফাউন্ডেশন “এর সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ব্যয় করার ঘোষণা দিয়েছে।