মাত্র পাওয়া

কোয়ারেন্টিন না মানলে ঘরে তালাবন্ধ করে রাখার নির্দেশ : স্বাস্থ্যমন্ত্রী

| ২২ মার্চ ২০২০ | ৯:২১ পূর্বাহ্ণ

কোয়ারেন্টিন না মানলে ঘরে তালাবন্ধ করে রাখার নির্দেশ : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্তের পরও দেখা গেছে ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা প্রবাসীরা খেয়াল খুশি মতো ঘুরে বেড়াচ্ছেন। হোম কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশনা মানছেন না।

এ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত যতো মানুষ বিদেশ থেকে এসেছেন তাদের তালিকা তৈরি করে কোয়ারেন্টিন নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, প্রয়োজনে তালাবদ্ধ করে কোয়ারেন্টিন নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশের অনেক মানুষ এতো দায়িত্বজ্ঞানহীন যে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হলেও তারা জানালা দিয়ে লাফিয়ে, গেটের দরজা দিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে। এজন্য আমরা পুলিশকে বলেছি প্রয়োজনে তাদেরকে তালাবদ্ধ করে রাখতে। তাদের অনেককে তালাবদ্ধ করেই রাখা হচ্ছে।”

“এটা করা হচ্ছে তার ভালোর জন্য, তার পরিবারের ভালোর জন্য। আর মানুষ ভাবছে তাদেরকে জেলে বন্দি করে রাখা হচ্ছে।”

বাংলাদেশে বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে ৫০ জন। এবং হোম কোয়ারেন্টিনে আছেন প্রায় ১৪ হাজারেরও বেশি মানুষ।

যদি ব্যাপক সংখ্যক মানুষকে কোয়ারেন্টিন করার প্রয়োজন হয় সেজন্য ঢাকার দুটি স্থান প্রস্তুত করতে সশস্ত্র বাহিনীকে বলা হয়েছে বলে জানান মন্ত্রী।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক ক্লিকে বিভাগের খবর

div1 div2 div3 div4 div5 div6 div7 div8