মাত্র পাওয়া

বিদেশিদের স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

| ২২ মার্চ ২০২০ | ৭:৪৬ পূর্বাহ্ণ

বিদেশিদের স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশের সবগুলো স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আজ রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে করোনাভাইরাসের অধিকতর সংক্রমণ রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২/০৩/২০২০ তারিখ ০০.০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশনা না করা পর্যন্ত বর্তমানে বাংলাদেশের চালু সকল স্থলবন্দরসমূহের (বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া) মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নির্দেশক্রমে নিষিদ্ধ করা হলো।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক ক্লিকে বিভাগের খবর

div1 div2 div3 div4 div5 div6 div7 div8