| ২১ মার্চ ২০২০ | ৬:২৭ অপরাহ্ণ
ভারতে বেড়েই চলেছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। বিদেশি নাগরিক-সহ দেশটিতে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২৫৮। এরকম এক অবস্থায় গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় । ঐ নির্দেশিকায় বলা হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগীকে ফেরাতে পারবে না সরকারি-বেসরকারি কোন হাসপাতাল।করোনা ভাইরাস যত ছড়িয়ে পড়ছে ততই দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে আক্রান্ত হিসেবে সন্দেহজনক রোগীদের ফিরিয়ে দেওয়া খবর আসছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিকায় বলা হয়েছে, ঐ ধরনের রোগীদের ফেরানো যাবে না। পাশাপাশি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করতে হবে। যেসব স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হবেন তাঁদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।
এখনো পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণে ৪ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে নতুন করে ১১ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে আরো একজন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |