| ১৭ মার্চ ২০২০ | ৭:১০ অপরাহ্ণ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবে আগ্রার তাজমহল বন্ধ করে দেওয়া হয়েছে।
ফলে মঙ্গলবার থেকে কোনো দর্শনার্থী তাজমহলসহ ভারতের পর্যটন কেন্দ্রগুলোতে আর প্রবেশ করতে পারবেন না।
তাজমহল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র। এখানে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ ভ্রমণ করতে আসে।
দেশটির সংস্কৃতিমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ‘ভালোবাসার স্মৃতিস্তম্ভ’ খ্যাত এই স্থাপনা দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। বর্তমান অবস্থায় এটি বন্ধ করা জরুরি ছিলো।
ভারতের সংস্কৃতিমন্ত্রী প্রাহ্লাদ প্যাটেল বলেন, এখানে থাকা ১৪৩টি স্মৃতিস্তম্ভ এবং জাদুঘর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় শেষে পর্যালোচনা করে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে ১২৬ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিনজন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |