| ১৬ মার্চ ২০২০ | ৮:৪৯ পূর্বাহ্ণ
পাকিস্তানের করাচীতে যে ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের কারণে সেটি স্থগিত করা হয়েছে।
এরপর ৫ই এপ্রিল থেকে একটি টেস্ট ম্যাচ হওয়ার কথা সেটিও স্থগিত করা হয়েছে। অর্থাৎ পরবর্তী কোনো ঘোষণা না আসা পর্যন্ত গোটা পাকিস্তান সফরই এখন স্থগিত হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সেখানে বলা হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড পরবর্তীতে ভেবে দেখবে নতুন কোনো তারিখের জন্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইমেইলের মাধ্যমে নিশ্চিত করেছে এই সফর স্থগিত হওয়ার ব্যাপারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন এর আগেই বাংলাদেশের পাকিস্তান সফরের বাকি অংশ না হওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন।
যেখানে তিনি বলেন, করোনাভাইরাসের কারণে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সেক্ষেত্রে পাকিস্তান সফর করা বেশ কঠিন।
মি. পাপন যোগ করেন, “ক্রিকেটারদের পরিবারও করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন। এ আশঙ্কার মধ্যে তারা নিজেদের সন্তানদের ক্রিকেট খেলতে পাঠাতে রাজি নয়। তাই আমি মনে করি, এখন পাকিস্তান সফর করা আমাদের জন্য কঠিন।”
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |