| ১৬ মার্চ ২০২০ | ৭:৪০ পূর্বাহ্ণ
করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে ৩১শে মার্চ পর্যন্ত বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।
এর আগে করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে দশ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
করোনাভাইরাস নিয়ে সব অনুষদের ডিন, সব বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, মেডিকেল কর্মকর্তা ও অন্যদের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, আগামী ১৮ই মার্চ বুধবার থেকে শুরু হয়ে ২৮শে মার্চ পর্যন্ত টানা ১০ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোন ক্লাস ও পরীক্ষা সাময়িক স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, করোনাভাইরাস নিয়ে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে তা কমাতেই বিশেষজ্ঞদের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময়ে দেয়া পরীক্ষার তারিখগুলো পুনর্বিন্যাস করার কথা জানানো হয়।
এছাড়া আন্তঃবিভাগ ও আন্তঃহল সব ধরণের খেলাধুলা ও কর্মসূচী বাতিল করা হয়েছে।
এই বন্ধের সময়টি গ্রীষ্মকালীন ছুটির সাথে সমন্বয় করা হবে। যাতে করে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে কোন ধরণের প্রভাব না পড়ে।
এ বিষয়ে ক্যালেন্ডার পুনর্বিন্যাস করার কথাও জানান তিনি।
এর আগে রবিবার করোনাভাইরাস সতর্কতার অংশ হিসেবে শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধের দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |