| ২৮ মে ২০২০ | ২:৪০ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২,০২৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪০,৩২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এনিয়ে মোট মারা গেলেন ৫৫৯ জন। এছাড়া একই সময়ে আরও ২,০২৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪০,৩২১।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গতকাল বুধবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ১,৫৪১ জন। এর আগের দিন মঙ্গলবার ১,১৬৬ জন আর সোমবার ১,৯৭৫ জন শনাক্ত হয়েছিলেন। এছাড়া গত রবিবার ১,৫৩২ জন; গত শনিবার ১,৮৭৩ জন; গত শুক্রবার ১,৬৯৪ জন; গত বৃহস্পতিবার ১,৭৭৩ জন এবং গত বুধবার ১,৬১৭ জন শনাক্ত হয়েছিলেন।