| ২৮ মে ২০২০ | ২:২৪ অপরাহ্ণ
সীমিত পরিসরে গণপরিবহন চালু করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার রাতে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, সীমিত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ৩১ মে থেকে সীমিত পরিসরে চলবে বাস, রেল ও লঞ্চসহ সবধরনের গণপরিবহন।
আগামী ৩১ মে থেকে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। শুধু আন্তঃনগর ট্রেন চলবে। ট্রেনের মোট আসনের ৫০ ভাগ আসনে যাত্রী পরিবহন করা হবে। আগামী ১৫ জুন পর্যন্ত এই পদ্ধতিতে টিকিট বিক্রি হবে। রেল ভবনে এক প্রেসব্রিফিংয়ে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব কথা বলেন।
তিনি বলেন, সামাজিক দুরুত্ব বজায় রেখে রেলস্টেশনে যাত্রীরা অপেক্ষা করবে। স্টেশনগুলোর প্লাটফরমে নির্ধারিত দাগে দাঁড়িয়ে থাকার পর যাত্রীরা ট্রেনে চড়তে পারবেন। প্রতিটি কোচে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |