| ২১ মে ২০২০ | ১২:৪৬ অপরাহ্ণ
সাদ্দাম হোসেন, শ্রীপুরঃ বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে এইবার এসএসসি পরীক্ষা ২০২০ এর ফলাফল যথাসময়ে প্রকাশে দেখা দেয় অনিশ্চয়তা। অবশেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঈদের আগেই ফল প্রকাশের ঘোষণা দেওয়া হলেও তা আর হচ্ছে না। ফলাফল প্রকাশ হবে ঈদের পর।
নোভেল করোনার প্রভাবে শিক্ষার্থীদের এইবার অনেকটা সাধামাটা ভাবেই ফলাফল সংগ্রহ করতে হবে। কেননা প্রতিবারের মত এইবার শিক্ষা প্রতিষ্ঠানে কোন ফলাফল প্রেরণ করা হবে না, তাই ফলাফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে কোন অবস্থাতেই কোন রকম জমায়েত না হওয়ার জন্য ২০ মে ২০২০ তারিখে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত এক নির্দেশাবলীতে শিক্ষার্থীদের এই নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও ফলাফল পাওয়ার জন্য নিম্নোক্ত পদ্ধতিতে পূর্বে থেকে নিবন্ধন করে রাখা শিক্ষার্থীদের ফলাফল তাদের মোবাইলে পৌঁছে যাবে। SSC<>Board name (first 3 letters)<> Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। শিক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে বলে জানা যায় ঐ নির্দেশাবলী থেকে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |