| ১৮ মে ২০২০ | ১২:৫০ অপরাহ্ণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) নামের আরও এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন।
সোমবার সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৯ সদস্য করোনায় মারা গেলেন।
মজিবুর রহমান স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ এসআই হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর গত ১১ মে মজিবুর রহমানকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে আজ সকাল ৮টা ৫১ মিনিটে ইন্তেকাল করেন। মজিবুর রহমানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখপাড়া গ্রামে থাকতেন।
স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন পুলিশের এই কর্মকর্তা।
পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ বগুড়া পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তাকে দাফন করা হবে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |