| ০৮ মার্চ ২০২০ | ১১:৪১ পূর্বাহ্ণ
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের দুজনই এক পরিবারের বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালিতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা এ তথ্য দেন।
তিনি বলেন, ইতালি থেকে আগত বাংলাদেশি দুই নাগরিক দেশে এলে পরীক্ষার পর কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। এদের একজনের মাধ্যমে পরবর্তীকালে পরিবারের এক সদস্য আক্রান্ত হযন। তিনজনের মধ্যে একজন নারী, দু’জন পুরুষ। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
তবে আক্রান্তদের পরিচয় জানানো হয়নি। এমনকি তারা কোথায় তাও বলেননি।