| ১৭ মে ২০২০ | ১:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে ৪০০ রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করেছে যুবলীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা হিরা সরকারের উদ্যোগে এই আয়োজন করা হয়।
হিরা সরকার জানান, অন্য বছর ইফতারে অনেক টাকা খরচ হত। করোনা পরিস্থিতির কারণে ইফতার মাহফিল করা যাচ্ছে না। তাই যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের আহব্বানে এ আয়োজন করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ও যুবলীগের শীর্ষ নেতাদের আহবানেরর পর পর নেতাকর্মীদের নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছেন। বিশেষ করে শ্রমিক সংকট থাকায় নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কাটা ও জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।