| ১১ মে ২০২০ | ২:০৬ অপরাহ্ণ
করোনাকালে ভারতজুড়ে চলমান লকডাউন ভেঙে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার অপরাধে গ্রেফতার হলেন বলিউডের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে।
লকডাউন ভঙ্গের অভিযোগে রবিবার (১০ মে) এই অভিনেত্রী-মডেলকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। আটক করা হয়েছে তার গাড়িটিও। এ ঘটনায় পুনমের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। আর সেই সময় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি নিয়ে রাস্তায় হাওয়া খেতে বের হয়েছিলেন পুনম।
খোলামেলা ও নগ্ন পোশাকের কারণেও প্রতিনিয়ত সমালোচিত হন পুনম।