| ১০ মে ২০২০ | ১:৩৯ অপরাহ্ণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে প্রতিদিনই অনেক মানুষকে আইসোলেশনে পাঠানো হচ্ছে।
এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরবন্দি ও আইসোলেশনে থাকতে হচ্ছে।
বিশেষজ্ঞরা বলেন, মহামারী করোনাভাইরাস থেকে বাঁচার একটি পদক্ষেপ হচ্ছে আইসোলেশন, যা এই ভাইরাস থেকে নিরাপদে রাখে। তবে আমরা অনেকেই জানি না কখন আইসোলেশন জরুরি?
আসুন জেনে নিই কখন আইসোলেশন জরুরি- ১. কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে।
২. করোনা পরীক্ষার পর ফল পজিটিভ এলে তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠানো হয়।
৩. আইসোলেশনের মেয়াদকাল হবে ১৪ দিন।
৪. আইসোলেশনে থাকার সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার খেতে হবে।
৫. সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। জ্বর আসছে কিনা সেটি খেয়াল রাখতে হবে।
৬. বাড়িতে থাকলে অবশ্যই নিয়মিত চিকিৎসকের পরামর্শমতো নিতে হবে।
৭. সময় কাটাতে সঙ্গে পছন্দের কিছু বই রাখুন, মুভি দেখতে পারেন এবং ফোনে সবার সঙ্গে যোগাযোগ করুন।
মনে রাখবেন– করোনা মানেই মৃত্যু নয়। ভয় না পেয়ে সাহস, ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রেখে সঠিক চিকিৎসা নিলে কয়েক দিনের মধ্যে সুস্থ হওয়া সম্ভব।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |