| ০৭ মে ২০২০ | ১০:৪১ অপরাহ্ণ
সারাদেশে এ পর্যন্ত (৭ মে) ৬০২ জন চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি আর রাজশাহী বিভাগে সবচেয়ে কম। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটিসে (এফডিএসআর) তথ্য অনুযায়ী, করোনা আক্রান্ত মোট ৬০২ জন চিকিৎসকের মধ্যে ঢাকা বিভাগে ৪৩২ জন, ময়মনসিংহে ৬১ জন, খুলনায় ৪৪ জন, সিলেটে ২৫ জন, চট্টগ্রামে ১৮ জন, রংপুরে ১০ জন, বরিশালে ৯ জন এবং রাজশাহীতে ৩ জন চিকিৎসক আক্রান্ত।
এক বিজ্ঞপ্তিতে এফডিএসআর’র সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, বৈশ্বিক করোনার মহামারীর প্রকোপ পড়েছে প্রিয় বাংলাদেশে। এই যুদ্ধে আমাদের চিকিৎসকরা প্রথম সারির একজন যোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে জাতির পাশে এসে দাঁড়িয়েছেন। আক্রান্তদের সেবা দিতে গিয়ে তারাও আজ এই প্রাণঘাতি রোগে আক্রান্ত হচ্ছেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |