| ০৭ মে ২০২০ | ২:৫০ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২,৪২৫। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৩০ জন। এনিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৯১০ জন।
তবে গত ২৪ ঘণ্টায় কতো জন মৃত্যুবরণ করছে তা জানাতে পারেননি তিনি। তিনি বলেন, আমরা মৃত্যুর খবরটা আজ জানাতে পারছি না। তবে পরবর্তিতে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫,৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।
গতকাল বুধবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৭৯০ জন। এর আগেরদিন মঙ্গলবার শনাক্ত হয়েছিলেন ৭৮৬ জন। এছাড়া গত সোমবার ৬৮৮ জন; গত রবিবার ৬৬৫ জন; গত শনিবার ৫৫২ জন এবং গত শুক্রবার ৫৭১ জন নতুন করে শনাক্ত হয়েছিলেন।