| ০৫ মার্চ ২০২০ | ৫:৩৮ অপরাহ্ণ
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফী বিন মোর্ত্তজা ঘোষণা দেন, শুক্রবারের ম্যাচটিই অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ।
তিনি বলেন, “এটাই আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ, আজ সকালেই মনে হল যে শেষ হওয়া উচিৎ।”
তবে অবসরের কোন ঘোষণা তিনি দেননি। তিনি বলেন, এরপর সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবেন।
সংবাদ সম্মেলনে টানা কথা বলবার এক পর্যায়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায় বাংলাদেশের হয়ে সবচাইতে বেশি ম্যাচ জেতা এই অধিনায়ককে।
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মাশরাফী পরামর্শ দেন, এরপরে যিনিই অধিনায়ক হবেন তিনি যাতে ২০২৩ বিশ্বকাপে দায়িত্ব নেন।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এক মাসের মধ্যে নতুন অধিনায়ক ঠিক করা হবে বলেও জানান নাজমুল হাসান পাপন।
সাকিব আল হাসানকে প্রথম পছন্দ হিসেবে রাখলেও নিষেধাজ্ঞার কারণে তার কথা আপাতত মাথায় আনছে না জানিয়েছেন বোর্ড প্রধান।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |