মাত্র পাওয়া

করোনার পরিস্থিতি আগামীতে আরো কঠিন হবার আশঙ্কা রয়েছে : ওবায়দুল কাদের

| ০৭ মে ২০২০ | ২:২২ অপরাহ্ণ

করোনার পরিস্থিতি আগামীতে আরো কঠিন হবার আশঙ্কা রয়েছে : ওবায়দুল কাদের

করোনার পরিস্থিতি আগামীতে আরো কঠিন হবার আশঙ্কা রয়েছে বলে দলের সব নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৭ মে) তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।

আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন যা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।

আওয়ামী লীগের পক্ষে সারাদেশে ৯০ লাখ ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ ৮ কোটি ৬২ লাখ অর্থ সহায়তা প্রদান করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব কর্মসূচি তৃণমূল পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি ২০০৮ সালের ৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক ক্লিকে বিভাগের খবর

div1 div2 div3 div4 div5 div6 div7 div8