| ০৬ মে ২০২০ | ১০:০৯ অপরাহ্ণ
করোনা পরিস্থিতিতে ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতন এবং গ্রেফতার বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন (বিএফইউজে)বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান।
তারা বলেন, গত ৩ মে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার দেখিয়ে যেভাবে তাকে চোর ডাকাতের মত পিঠমোড়া করে বেঁধে আনা হয়েছে, তা দেখে যে কোনো সভ্য সমাজের মানুষের মাথা লজ্জায় ও প্রচণ্ড ঘৃণায় মাথা হেট হয়ে যাবে।
বুধবার (৬মে) বিএফইউজে’র যুগ্ন মহাসচিব আবদুল মজিদের স্বাক্ষরিত এক প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়।