| ০৬ মে ২০২০ | ২:২৩ অপরাহ্ণ
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসটির প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। এমন সময়ে চীন দাবি করছে উহানের হাসপাতালগুলোতে কোনো করোনা রোগী নেই।
হুবেই প্রদেশেই গত বছরের ডিসেম্বরে প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। সেখানে গত ৩২ দিনে কোনো মানুষ নতুন করে শনাক্ত হয়নি।
বিবিসি জানিয়েছে, চীন ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার যে চেষ্টা করছে, সেখানে এই তথ্য একটি বাড়তি প্রণোদনা জোগাবে। পুরো দেশে শেষ তথ্যানুযায়ী মাত্র দুজন নতুন রোগী শনাক্ত হয়েছে।
যদিও চীনের ঘোষণা করা সংখ্যার ওপর এখন অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। অনেকে আবার চীন যেভাবে এই মহামারী সামলিয়েছে, সেই প্রক্রিয়ায় অসন্তুষ্ট; কিন্তু এখন যে সংখ্যা দেখা যাচ্ছে, তাতে করে বলাই যায়– চীন নিজেদের পরিস্থিতি বেশ ভালোভাবে সামলে নিচ্ছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এর পরই চীনের কয়েকটি প্রদেশে দ্রুত ছড়ায় এ ভাইরাসটি। পরবর্তীতে এ প্রাণঘাতী ভাইরাসটি মহামারী আকারে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।উৎপত্তির চার মাস পর মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |