| ০৫ মে ২০২০ | ৩:৩৮ অপরাহ্ণ
করোনার মহামারীর কারণে বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত ও সংকটে পড়তে পারে তার ভবিষ্যৎবাণী বা পূর্বাভাসের বারবার পরিবর্তন করতে হচ্ছে সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে। কারণ যতই দিন যাচ্ছে, ক্ষতির মাত্রা ততই বেড়ে যাচ্ছে।
এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি’র সদ্য প্রকাশিত সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, করোনা সংক্রমণের মহামারীর কারণে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতি হবে ১ হাজার ৩শ’ কোটি ডলারেরও বেশি। আর এর পরিমাণ হচ্ছে জিডিপি’র ৪ দশমিক ৯ শতাংশ। এডিবি বলছে, করোনার কারণে লকডাউন ও সাধারণ ছুটিসহ অন্যান্য কারণে গড়ে ৩৫ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বে।
অথচ মার্চে এডিবি’র পূর্বাভাসেই বলা হয়েছিল- করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সবলই থাকবে এবং জিডিপি কমতে পারে সর্বোচ্চ ১ দশমিক ১ শতাংশ। এডিবি ইতোমধ্যে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে।