মাত্র পাওয়া

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮৬ জন করোনাভাইরাসে সংক্রমিত , একজনের মৃত্যু

| ০৫ মে ২০২০ | ২:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮৬ জন করোনাভাইরাসে সংক্রমিত , একজনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০,৯২৯।  গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮৩ জনে।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫,৭১১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।

গতকাল সোমবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬,৩১৫টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৬৮৮ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১০,১৪৩ জন। এ ছাড়া গতকাল আরও ৫ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৮২। আর সুস্থ হয়েছেন ১৪৭ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১,২০৯ জন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক ক্লিকে বিভাগের খবর

div1 div2 div3 div4 div5 div6 div7 div8