| ০৩ মে ২০২০ | ২:৩২ অপরাহ্ণ
প্রকৃতির সঙ্গে মানুষের নিরন্তর বসবাস, যেন ভালোবাসার এপিঠ-ওপিঠ। এ কৃত্রিম ভালোবাসায় যখন ছেদ পড়ে, মানুষের লোভ আর নির্দয়তায় বিদ্ধ হয় প্রকৃতি, তখন সেও ফিরিয়ে দেয় তা দ্বিগুণ নির্মমতায়। করোনাভাইরাস কি করে এসেছে এ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু তা যে মানুষের লোভ আর অপরিণামদর্শীতারই আরেক রূপ, তা অস্বিকার করার সুযোগ কোথায়!
সেই করোনা এখন ধনী-দরিদ্র সবার দুয়ারে হানা দিয়েছে। মুক্তি পায়নি অবরুদ্ধ গাজাও। প্রকৃতির কোলে বেড়ে ওঠা হতদরিদ্র মানুষগুলো তাই এখন করোনার সঙ্গে লড়ছে। তবে এ লড়াই যেনো ভালোবাসরাই আরেক রূপ! নিজেদের হাতে নানা ধরনের মাস্ক বানাচ্ছেন গাজার দুই শিল্পী- সামাহ সাদ এবং দেরগাম কোরেকা। যেনো শিল্পের আচড়ে ফুটিয়ে তুলছেন করোনা জয়ের প্রতিচ্ছবি। আর মানুষকে শিখিয়ে দিচ্ছেন সাবধানতাই জীবন বাঁচায়। প্রকৃতির সঙ্গেই ছন্দ মেলাতে হবে মানুষকে। তবেই আসবে বিজয়।
করোনায় আজ গৃহবন্দী বাংলাদেশও। উদার আকাশের নীচে আমরা কি ফিরে পাব আবার সেই গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত, বসন্ত ও শরত। যেখানে প্রাণ খুলে হাসব সবাই!