| ০২ মে ২০২০ | ৪:২০ অপরাহ্ণ
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আবারও বাড়ছে। এবার আগামী ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হচ্ছে। নতুন এ ছুটির প্রজ্ঞাপন রবিবার বা সোমবার জারি করা হবে বলে ধারণা করা হচ্ছে। এরআগে সাধারণ ছুটির মেয়াদ ছিল ৫ মে পর্যন্ত। সর্বশেষ গত ২৩ এপ্রিল সাধারণ ছুটি ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল পরিস্থিতির উন্নতি না হলে ছুটির মেয়াদ বাড়বে। সাধারণ ছুটিকালীন জরুরি পরিষেবা ছাড়া সবধরণের গণপরিবহন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে কিছু কিছু পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। তাছাড়া ঢাকায় প্রতিষ্ঠিত রেষ্টুরেন্টগুলোতে ইফতার বিক্রির অনুমতি দেয়া হয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |