| ০১ মে ২০২০ | ২:৩৩ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ১১২।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, ২৬ এপ্রিল পাঠানো নমুনার রিপোর্ট শুক্রবার সিভিল সার্জন অফিসে এসে পৌছে। এদিনে ৫৫টি নমুনার মধ্যে ২১ জনের পজেটিভ এবং ১৫ জনের নেগেটিভ আসে। তবে বাকী ১৯ টির রিপোর্ট এখনও আসেনি।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে সাধারণ মানুষ ছাড়াও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে।
উল্লেখ্য,নতুন পাওয়া ২৬ এপ্রিলের নমুনার ২১ জন এবং ২৯ এপ্রিলের নমুনার ২ জন মিলে ২৩ জনের তালিকা পেয়েছে সিভিল সার্জন অফিস। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৮ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন, লৌহজং উপজেলায় ১ জন, সিরাজদিখান উপজেলায় ৯ জন, গজারিয়া উপজেলায় ২ জন এবং শ্রীনগরে ১ জন।
সিভিল র্সাজন ডা. আবুল কালাম আজাদ জানান, এই পর্যন্ত মুন্সীগঞ্জে চারজন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিরাজদিখানের আবরিপাড়ার গীতা রানী পাল (৭০) ও তার পুত্র দীপক পাল (২৬), শ্রীনগররে ফৈনপুরে মোঃ মহিউদ্দিন (৬০) ও মুন্সীগঞ্জ সদর উপজলোর রামপালরে পানাম গ্রামের মায়া বগেম (৪২)।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |