| ৩০ এপ্রিল ২০২০ | ৩:৩৫ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৫৬৪ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬৭ জনে।
এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৬৮ জন।
স্বাস্থ্য অধিদফতর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট আইইডিসিআর-এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ৪৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। ২৯টি ল্যাবরেটরিতে এসব নমুনা পরীক্ষায় আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়।
এদিকে, মৃতদের মধ্যে পুরুষ ৩ জন। বাকি ২ জন নারী। তাদের মধ্যে ষাট বছরের বয়সের উর্ধ্বে ২ জন। বাকি তিন জনের বয়স ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে।
গত২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ জন। এনিয়ে মোট ১৬০ জন সুস্থ হয়েছেন।
চারটি হটলাইনে ৭২,১৭৬ জনকে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমেও ৩৩,৬৬৫ জনকে সেবা দেয়া হয়েছে।
বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্রবন্দর মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনকে স্ক্রিনিং করা হয়েছে।
বাংলাদেশে এখনও এক লাখের বেশি টেস্টিং কিট মজুদ আছে, এবং আরও কিট কেনার প্রক্রিয়ায় রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
ঢাকায় এ পর্যন্ত ১৭৬১ জনকে করোনাভাইরাসের চিকিৎসা দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১৩৮ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। আইসোলেশন থেকে ছাড়া হয়েছে ৫৮ জনকে। বর্তমানে ১৪২০ জন আইসোলেশনে আছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ২১৮২ জনকে। ছাড় পেয়েছেন ৭৮২ জন।