| ২৯ এপ্রিল ২০২০ | ৯:২৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান প্রাণঘাতীক বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে ভয়েস বাংলা ফাউন্ডশনের উদ্যেগে সামাজিক দূরত্ব বঝায় রেখে চাঁদপুর সদর ও হাইমচরের প্রায় দুই হাজার (২০০০) মধ্যবিত্ত ও নিম্নআয়ের ঘরবন্দি অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার ও আর্থিক সহযোগিতা করেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের কালীবাড়ি সংলগ্ন টাউন হল মাকের্টের ৩য় তলায় ইফতার সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং চাঁদপুর-৩ আসনের জনপ্রিয় এ ব্যক্তিত্ব।
আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মধ্যবিত্ত ও নিম্নআয়ের ২০০০ পরিবারের মাঝে নিজের সাধ্য অনুযায়ী অসহায় পরিবার গুলো যাতে না খেয়ে মারা যায় সেই জন্য আমি ঢাকা থেকে নিজে গাড়ি ড্রাইভ করে চাঁদপুর এসে খাদ্য এবং ইফতার সামগ্রী বিতরণ করেছি। এই ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।