| ২৯ এপ্রিল ২০২০ | ৮:৪৭ অপরাহ্ণ
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম সিটি এলাকার মসজিদে নামাজ পড়তে কোনো বাধা থাকবে না বলে ঘোষণা দিয়েছিলেন গতকাল। তবে তিনি আজ বুধবার আগের ঘোষণা থেকে সরে এসে বলেছেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী মসজিদে নামাজ আদায় হবে’।
এ প্রসঙ্গে মেয়র নিজের বলেন, গাজীপুর মহানগরী এখনো ঝুকিপূর্ণ এলাকা। তাই সরকারি নির্দেশনা মেনে মসজিদে নামাজ আদায় করা নিরাপদ হবে। নিয়ম মেনে সামাজ আদায় করলে আমরা সবাই নিরাপদ থাকব, গাজীপুরও নিরাপদ থাকবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার গাজীপুর মহানগরী এলাকার মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার আঞ্চলিক কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন তিনি।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |