| ২৯ এপ্রিল ২০২০ | ১:২৯ অপরাহ্ণ
প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১০০৭ জনে দাঁড়ালো।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৩১ হাজার। দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৯৬ জন।
সেইসঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, করোনা থেকে সেরে উঠার জন্য প্লাজমা থেরাপি পরীক্ষামূলক পর্যায়ে আছে, এবং এটি রোগীর জন্য ‘প্রাণঘাতী’ হতে পারে। দেশটিতে করোনা থেকে সেরে উঠার হার ২৪ দশমিক ৫৬ শতাংশ।
ভারতে করোনায় আক্রান্তের হিসেবে প্রথমে রয়েছে মহারাষ্ট্র। প্রদেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৩১৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪০০ জনের। এরপরে গুজরাটে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৪৪ জন। মারা গেছে ১৮১ জন।
তৃতীয় অবস্থানে থাকা দিল্লিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে৩ হাজার ৩১৪ জন। মৃত্যু হয়েছে ৫৪ জনের। এছাড়া মধ্য প্রদেশে আক্রান্ত ২ হাজার ৩৮৭ জন হলেও মৃত্যু হয়েছে ১২০ জনে।
এরপরে আক্রান্তের তালিকায় রয়েছে রাজস্থান, তামিল নাড়ূ, উত্তর পদেশ, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গনা, পশ্চিমবঙ্গ। এনডিটিভি।