মাত্র পাওয়া

করোনা থেকে বাঁচতে অ্যালকোহল পানে ৭২৮ ইরানির মৃত্যু

| ২৮ এপ্রিল ২০২০ | ৪:৪৮ অপরাহ্ণ

করোনা থেকে বাঁচতে অ্যালকোহল পানে ৭২৮ ইরানির মৃত্যু

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে অ্যালকোহল পান করার ফলে ইরানে ৭২৮  ইরানির মৃত্যু।

করোনা মোকাবেলায় ইরানে গঠিত জাতীয় কমিটি বলছে, ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত অ্যালকোহলের (মিথানল) বিষক্রিয়ায় ৭২৮ জন ইরানি মারা গেছেন।

রিপোর্টে দেখা গেছে, গত বছর অ্যালকোহলের বিষক্রিয়ায় দেশটিতে মাত্র ৬৬ জন মারা গিয়েছিলো।

করোনা ভাইরাস মহামারির মধ্যে দেশটির সরকারি প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইরানে অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় মৃত্যু ১০ গুণ বেড়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, মিথানল অ্যালকোহলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে ৯০ শতাংশ মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন অথবা চোখের সমস্যায় ভুগছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হোসেইন হাসানিয়ান জানান, দৃষ্টিশক্তি হারানো মানুষের চূড়ান্ত সংখ্যা আরও বেশি হতে পারে।

মিথানল সাধারণত মস্তিষ্কে ক্ষতি করে থাকে। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে- বুকে ব্যথা, বমি বমি ভাব, অঙ্গ বিকলাঙ্গ, অন্ধত্ব এবং কোমায় চলে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের সর্বাধিক পঠিত

Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক ক্লিকে বিভাগের খবর

div1 div2 div3 div4 div5 div6 div7 div8