মাত্র পাওয়া

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মালিবাগে সড়ক অবরোধ

| ২৬ এপ্রিল ২০২০ | ১:৫৪ অপরাহ্ণ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মালিবাগে সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মালিবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টা থেকে মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত আবুল হোটেলের সামনে তাহসিন ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে রাস্তার একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। ওই সড়ক দিয়ে গাড়ি চলাচল করতে চাইলে তারা বাধা দেয় তারা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে শ্রমিকদেরকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বেতন-ভাতা বকেয়া। অথচ মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এদিকে করোনা পরিস্থিতির  কারণে বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে তাদেরকে।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি বিজিএমইএ-কে জানানো হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক ক্লিকে বিভাগের খবর

div1 div2 div3 div4 div5 div6 div7 div8