| ২৩ এপ্রিল ২০২০ | ৯:৪৪ অপরাহ্ণ
করোনাভাইরাসের বিস্তার রোধে মসজিদগুলোতে জামাত সীমিত করা হয়েছে। চাঁদ দেখার পর রাতে প্রথম তারাবির সালাত পড়বেন রোজাদাররা। গতকাল ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ১০জন মুসল্লি ও দুজন হাফেজসহ মোট ১২জন পবিত্র রমজান মাসে মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ পাবেন।
এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এর সঙ্গে ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ একটি সার্কুলার আজ শুক্রবার জারি করবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |