| ২৩ এপ্রিল ২০২০ | ২:৪৬ অপরাহ্ণ
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ২,৮১৭ জন।
বুধবারের তুলনায় এ সংখ্যা ১৪ জন বেশি। করোনা ভাইরাসে একদিনে বিশ্বের যে কোনো দেশে মৃত্যুর রেকর্ড এটি।
মৃত্যুপুরীতে পরিণত হওয়া দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৪ হাজার ৫৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৯০ জন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ২ হাজার ৫৮৩ জনে গিয়ে দাঁড়াল।
দেশটির সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ডপ্রিভেনসন (সিডিসি) এসব তথ্য দিয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। দ্বিতীয় অবস্থানে থাকা ইউপের দেশ স্পেনে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮ হাজার ৩৮৯ জন।
নভেল করোনা যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়লেও সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল নিউইয়র্ক। দেশটিতে করোনার কেন্দ্রস্থল নিউইয়র্ককেই বলা হচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় অন্যা সব অঙ্গরাজ্যকে ছাড়িয়ে গেছে নিউইয়র্ক।
জনস হপকিংসের তথ্যানুযায়ী, নিউইয়র্কে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৪ হাজার ৮২৮ জন। মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৫১ হাজার ৬৯০ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৮ জন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |