| ২২ এপ্রিল ২০২০ | ১১:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রভাবে ক্ষতিগ্রস্ত নিজ এলাকার অসহায় মানুষের পাঁশে বন্ধুর মতো দাঁড়িয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিকসম্পাদক ও ঢাকা দক্ষিণসিটিকরপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফ তালুকদা।
সিটি করপোরেশনের ফান্ড, বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা ও ব্যক্তিগত তহবিল থেকে শান্তিনগর ও মালিবাগ এলাকার প্রায় ১২ শ’ পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন তিনি।
আশরাফ তালুকদার জানান, করোনার প্রভাবে ঢাকার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। সাবার উচিত এই বিপদে মানুষের পাশে দাঁড়ানো। জনপ্রতিনিধি হিসাবে নয়, একজন মানুষ হিসেবে, বন্ধু হিসেবে মানবিক মূল্যবোধ থেকে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।