মাত্র পাওয়া

বাংলাদেশে করোনাইরাসে প্রথমবারের মত একদিনে ১০ জনের মৃত্যু , আক্রান্ত ৩৪১

| ১৬ এপ্রিল ২০২০ | ৩:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশে করোনাইরাসে প্রথমবারের মত একদিনে ১০ জনের মৃত্যু , আক্রান্ত ৩৪১

বাংলাদেশে করোনাইরাসে প্রথমবারের মত একদিনে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪১ । রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।

এনিয়ে বাংলাদেশে মোট ৬০ জন মারা গেল। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭২ জনে। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭জন পুরুষ ও ৩জন নারী।

মারা যাওয়াদের মধ্যে ৫ জনের বয়স ৬১ থেকে ৭০ এর মধ্যে আর ৩ জনের বয়স ৫১ থেকে ষাটের মধ্যে। বাকি দু’জনের একজনের বয়স ৭১ থেকে ৮০’র মধ্যে এবং আরেকজনের বয়স ২১ থেকে ত্রিশের মধ্যে।

নতুন মারা যাওয়া ১০ জনের মধ্যে ৬ জনই ঢাকায় মারা গেছেন বলে জানানো হয়।

আইইডিসিআরের উপ পরিচালক নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ২০১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করার সংখ্যা এবং নমুনা সংগ্রহের হার আগেরদিনের চেয়ে বেড়েছে বলে জানান নাসিমা সুলতানা। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর বাংলাদেশে আজ ৫০তম দিন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে ঢাকায়। এরপরই রয়েছে নারায়নগঞ্জ, যেই অঞ্চলকে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের এপিসেন্টার মনে করা হচ্ছে।

গতকাল (বুধবার) পর্যন্ত বাংলাদেশের ৪৪টি জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবর জানায় আইইডিসিআর।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক ক্লিকে বিভাগের খবর

div1 div2 div3 div4 div5 div6 div7 div8