মাত্র পাওয়া

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২০৯ জন

| ১৪ এপ্রিল ২০২০ | ২:৪২ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২০৯ জন

করোনাভাইরাসের মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২০৯ জন আর ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৬ জনে।

এনিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাড়ালো ১০১২ জন। মোট মৃত্যের সংখ্যা ৪৬ ।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আইইডিসিআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮০৪টি, ১৯০৫টি পরীক্ষা করা হয়েছে।

সংক্রমণ শুরুর পর থেকে এপর্যন্ত সবমিলিয়ে ১৩১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টা থেকে নতুন করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন। সবমিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২৬১৮ জন।

আইইডিসিআরের ব্রিফিং-এ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বিস্তারিত জানিয়েছেন আজ।

তিনি জানিয়েছেন বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন সবমিলিয়ে ২৬ হাজার ৭৫২ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে। সবমিলিয়ে মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন।

সংক্রমণ শুরুর পর থেকে সবমিলিয়ে কোয়ারেন্টিনে হয়েছে ৯০৫৮১ জনের।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক ক্লিকে বিভাগের খবর

div1 div2 div3 div4 div5 div6 div7 div8