| ১৪ এপ্রিল ২০২০ | ১:৩৬ অপরাহ্ণ
রাশিয়ায় সোমবার নতুন করে ২,৫৫৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার বৈশ্বিক মহামারীটির নতুন শিকারে পরিণত হতে যাচ্ছে রাশিয়া। হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটিতে। এমন পরিস্থিতিতে করোনার বিস্তার ঠেকাতে সেনা মোতায়েন করার কথা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুজন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটি জানান।
এসময় রাশিয়ার প্রেসিডেন্ট করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সেনাবাহিনীর সকল ক্ষমতা কাজে লাগানোর নির্দেশ দেন। বৈঠকে পুতিন বলেন, আমরা দেখছি যে পরিস্থিতি প্রায় প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এটা ভালো কিছুর জন্য হচ্ছে না।
রাশিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৩২৮ জন। মারা গেছেন ১৪৮ জন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |