| ০৯ জানুয়ারি ২০২৩ | ২:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গিলার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়।
সোমবার সকাল ১১ টায় প্যানডোরা সোয়েটার্স লিঃ ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ উপহার সামগ্রি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
পিটিএ সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মফিজুল ইসলাম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, খাতা-কলম, টিফিন বক্স সহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বাধভাঙা আনন্দ লক্ষ্য করা যায়।
পিটিএ সভাপতি খোরশেদ আলম দৈনিক বিরাজমানকে জানান, শিক্ষার্থীদের স্কুলমুখী করতেই মূলত এ উপহার।তাছাড়া তারা যেনো আনন্দে শ্রেণি পাঠদানে অংশ গ্রহণ করে এবং তারা যাতে ধনী-গরিব, খাটো-লম্বা, কালো ফর্সা এসব বেধাবেধ না করে। এজন্যে সকলকে একরকম উপকরণ দেয়া হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লুৎফা বেগম,প্যানডোরা সোয়েটার্স লিঃ এর ডেপুটি ম্যানেজার মোর্শেদ আলম,এডমিন অফিসার ইব্রাহিম মোড়ল,সেভ দ্য চিলড্রেনের আতাউর রহমান গাজী,পরিচালনা পর্ষদ,শিক্ষক,অভিভাবক ও এলাকার সুধীজন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |