| ০৬ ডিসেম্বর ২০২২ | ৭:৫৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মহিলা মাদ্রাসার আংশিক এবং কয়েকটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টা খানিকের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। এসময় একটি মহিলা মাদ্রাসার আংশিক , তিনটি দোকান এবং একটি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |