মাত্র পাওয়া

সাফজয়ী কৃষ্ণার ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি

| ২২ সেপ্টেম্বর ২০২২ | ১১:৪৪ পূর্বাহ্ণ

সাফজয়ী কৃষ্ণার ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি

সাফের ট্রফি নিয়ে বুধবার নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাঁদেরকে বরণ করতে ছিল ব্যাপক আয়োজন। তবে এই আনন্দের মাঝেও ঘটে গেলে অনাকাঙ্কিত ঘটনা। ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিমানবন্দর থেকে শোভাযাত্রায় এই ঘটনা ঘটেছে। একটি বেসরকারি টেলিভিশনকে কৃষ্ণা জানান, ‘যেহেতু দেশের আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল।  তাই আমরা আমাদের হ্যান্ড ব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরও অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর। ’

আরও কয়েকজন নারী ফুটবলার তাদের ব্যাগ থেকে কিছু নেপালি মুদ্রা হারিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।  এই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলন করবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

০৯ ফেব্রুয়ারি ২০২০

Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক ক্লিকে বিভাগের খবর

div1 div2 div3 div4 div5 div6 div7 div8