| ১৩ এপ্রিল ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধিঃ গ্যালারি মেকার নামের একটি সামাজিক সংগঠন ‘হাত বাড়িয়ে দিন চ্যালেঞ্জ’ শিরোনামে একটি ভিন্নমাত্রার অনুষ্ঠানের আয়োজন করে। যেখান থেকে ১৫০ টি নিম্ন আয়ের পরিবারকে ১০ দিনের খাদ্য সামগ্রি উপহার দেয়া হয়।
গত ১১ই মার্চ দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উত্তরা ১১ নম্বর সেক্টর ১৭ নম্বর রোড এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এই কঠিন মহামারীর দিন গুলোতে ১৫০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রি দেওয়ায় অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা সংগঠনটির ভূয়সি প্রশংসা করেন।
জানা যায়, সংগঠনটি করোনা দিন গুলোতে সবার সুস্থতা ও স্বাস্থ সুরক্ষর লক্ষ্যে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারের পরামর্শ দেয়াসহ ঢাকার বাহিরেও অসহায় ও গরিব মানুষদের টাকা পাঠিয়ে আর্থিকভাবে সাহায্য ও সহযোগিতা করে আসছে ।
সংগঠনটির মূল উদ্যোক্তা তওসিফ মুস্তাসিন রাফিন ও রাইসা ফারহীন চৌধুরী। তাঁরা মানুষের সেবাই সবসময় এভাবেই কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |