| ১৩ এপ্রিল ২০২০ | ৭:৩১ অপরাহ্ণ
বিবাহিত পুরুষের হোম কোয়ারেন্টাইনে থাকা আর কারাগারে সশ্রম কারাদণ্ডে থাকা একই কথা। কমোড পরিষ্কার, ঘনঘন বেসিন পরিষ্কার, জানালার কাঁচ পরিষ্কার থেকে শুরু করে বউয়ের নকশি কাঁথার সুতো লাগানো সহ হেন কাজ নেই তিনবেলা খাওয়ার জন্য করতে বাধ্য হচ্ছি না। খুব মাথা নষ্ট অবস্থায় গুগল মামার কাছে জিজ্ঞাসা করলাম, “হাও টু ম্যানেজ মাই নিজের ওয়াইফ”। গুগল মামা প্রশ্ন শুনে অনেকক্ষণ হ্যাং হয়ে ছিলো তারপর অনেক ভেবে-চিন্তে জবাব আসলো,‘আই এম সরি’। আমি প্রথমে মনে করেছিলাম গুগল হয়তো এই প্রশ্নের উত্তর জানে না তাই হ্যাং হয়েছিলো এবং তারপর জবাবে বলছে,‘আই এম স্যরি’। পরে অনেক মাথা খাটিয়ে বুঝলাম এটাই গুগল মামার উত্তর। ‘আই এম স্যরি’। এক বাক্যের এক কথায় গুগল মামা সব সমাধানের ফর্মুলা বাতলে দিয়েছেন। তো সে মোতাবেক ‘আই এম স্যরি’ এর ক্যারিশমেটিক জাদু বুঝার জন্য হোম এপ্লাই শুরু করলাম। বউ যখনই কোন কথা বলবে আমি বলবো, ‘আই এম স্যরি’। যখন বলছে, এই কাজ কে করছে? আমার জবাব, “আই এম স্যরি”। তোমার কোন কাজই ঠিক ভাবে হয় না। আমি বললাম, “আই এম স্যরি”। এই সব ক্ষেত্রে ‘আই এম স্যরি’ এর ফর্মুলা ঠিকঠাক ভাবে চলছিলো। কিন্তু সমস্যা গিয়ে ঠেকেছে অন্য জায়গায়। এবার যখন বলছে, “বাজারে যাও”। আমার উত্তর, “আই এম স্যরি”। যখন বলছে, “আমাকে কিছু টাকা দাও”। আমার উত্তর, “আই এম স্যরি”। এই ফর্মুলা এপ্লাই পরবর্তীতে দেখা গেলো হিতে বিপরীত হলো। ব্যাপারটা বুঝতে পারলাম রাতে খেতে গিয়ে।
এমন পরিস্থিতিতে একদম নিরুপায়! বাহিরে সেনাবাহিনী, ঘরে বিমানবাহিনী! বাহিরের হোটেল লকডাউন। মামার দোকানের চা খাওয়া লকডাউন। বন্ধুদের সাথে জরুরী আড্ডায় নিষেধাজ্ঞা। ওই দিকে আড্ডা দিতে না পারায় দিনদিন কেমন জানি কণ্ঠ বসে যাচ্ছিলো, গলা খসখস করছিলো। অনেক জরুরী কথাও মেমোরি থেকে হারিয়ে যেতে বসেছিলো। ওই দিন দুপুরে খাওয়ার ঘণ্টা-খানিক পর আবার ডাইনিং টেবিলে বসেছি দুপুরে খাওয়ার জন্য। পরে মাথায় চামচের টিং করে এক আওয়াজে আবার মেমোরি ফিরে এসেছে। আবার দেখা গেলো মনের ভুলে জরুরী ভিত্তিতে ওয়াশরুমে যাওয়ার পরিবর্তে রান্না ঘরে চলে যাচ্ছি। পরে আবার নিরুপায় হয়ে গুগল মামার শরণাপন্ন হলাম। “মামা, হাও ক্যান আই সারভাইব এট মাই হুম উইথ হার উইথআউট এনি হ্যাসেল”। এই কথা শুনে মামা আবার হ্যাং অবস্থায় চলে গেলো। কিছুক্ষণ পরে অনেকটা রেগে বাংলায় ঝাঁজালো জবাব আসলো, ভাইরে আমি নিজেও হোম কোয়ারেন্টাইনে আছি। আমারে আর জ্বালাসনে! তোমার প্রশ্নের জবাব আমি নিজেও খুঁজছি! দাঁত কামড়িয়ে পড়ে থাকরে, পাগলা।
লেখাঃ রাশেদুল হায়দার ডুয়েট, গাজীপুর।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |