বৃহস্পতিবার ( ১৬ জুন) বেলা সাড়ে বারোটার দিকে গাজীপুর জেলা ডাকবাংলার সামনে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রউফ রুবেলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
গ্লোবাল টেলিভিশন শ্রীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে ও দৈনিক আজকের পত্রিকা শ্রীপুর উপজেলা প্রতিনিধি রাতুল মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি আব্দুল লতিফ,সাধারণ সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি জামাল উদ্দিন, দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আব্দুল মালেক ,দৈনিক বিরাজমান পত্রিকার সম্পাদক সোলায়মান মোহাম্মদ, দৈনিক ভোরের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক হাদিউল আলম মোড়ল, দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজ রহমান ইকবাল সংবাদ প্রতিদিনের শ্রীপুর উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম ।
এসময় বক্তারা সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অতিদ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন,দৈনিক মাতৃজগত পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি সজিব খান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি রমজান আলী রুবেল ও আনোয়ারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৪ জুন সকালে গ্লোবাল টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর এন্ড ক্রাইম চীফ আনিসুর রহমান সাব্বিরসহ রিপোর্টার, ক্যামেরাপার্সন ও গাড়ি চালকের উপর মুন্না বাহিনীর সন্ত্রাসী হামলায় তারা গুরুতর আহত হয়।