ক্যাডার কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছিত ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি
কলেজ ইউনিট ও শিক্ষক পরিষদ। রোববার (১২ জুন) সকাল ১১ টায় ইবরাহীম খাঁ সরকারি কলেজের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপি মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ মো. কামরুজ্জামান সরকার। এতে অংশ নেন- প্রভাষক আনোয়ারুল ইসলাম পাপ্পু, আশরাফ হোসেন, রুপশ্রী সরকার, এস.এম জাহিদুল ইসলাম, আব্দুল বাছেত সরকার, ও খায়রুল বাসার প্রমুখসহ সকল শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান সরকার বলেন, ময়মনসিংহ-এ গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছিত ও কটূক্তির ঘটনাটি নেক্কারজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।