| ০৬ জুন ২০২২ | ৮:০৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুখু মিয়া (১৪) নামের এক কিশোরের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারের চেষ্টা করছে। রোববার (৫জুন) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের আবুল হাসেম চেয়ারম্যানের পুরাতন বাড়ির নিকটে মৃতদেহটির খবর পাওয়া যায় । নিহত ওই কিশোর সিলেটের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়নের গাছগড়া গ্রামের মো. জাবেদ আলীর ছেলে।সে বাবা -মার সাথে নগরহাওলা ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ এর বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতো।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জৈনা বাজার এলাকায় গলাকাটা মরদেহ পড় থাকার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।