নববর্ষের সকল অনুষ্ঠান বন্ধ থাকবে বলে আবারো উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নববর্ষে বাইরে কোন প্রোগ্রাম করা যাবে না।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের প্রকোপের মধ্যে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে গ্রামের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য পাঁচ হাজার কোটি টাকার একটি প্রণোদনা তহবিল করার ঘোষণা দিয়েছেন।
রোববার খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ প্রণোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিজ নিজ এলাকা সুরক্ষিত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এখন এক জেলা থেকে অন্য জেলায় করোনা ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন, অন্তত এ কয়েকটা দিন আপনারা নিজের এলাকা ছেঁড়ে অন্য কোথাও যাতায়াত বন্ধ করুন।
এদিকে, করোনাভাইরাসের মহামারীর মধ্যে ক্ষমতাসীন দলের লোক জন সরকারী ত্রাণসামগ্রী আত্মসাৎ করছে অভিযোগ করে বিতরণের দায়িত্ব সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি।