| ১২ এপ্রিল ২০২০ | ১১:৫৭ অপরাহ্ণ
রবিবার (১২ এপ্রিল) এমন ঘটনা ঘটেছে জামালপুরে। দুপুরে কর্মহীন মানুষের জন্য বরাদ্দ করা ত্রাণ নিয়ে বানিয়া বাজার স্কুলের দিকে যাচ্ছিলো একটি ট্রাক। মিয়াবাড়ি পৌঁছলে ট্রাকটি থামিয়ে দেয় শত শত ক্ষুধার্ত মানুষ। এরপর ট্রাকে থাকা চাল, ডাল, আলুসহ ত্রাণ সামগ্রী ছিনিয়ে নেয়। এসময় ত্রাণ বিতরণ করতে যাওয়া কর্মীরা হাল ছেড়ে দেন। আর অসহায়ের মতো তাকিয়ে থাকেন পুলিশ সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে এলাকার অসংখ্য মানুষ। তারা ঠিকমতো খাবার পাচ্ছে না। কোনো জমানো অর্থও নেই। খাবারের অভাবে তারা মানবেতর জীবনযাপন করছেন। সরকারের তরফ থেকে কোনো ত্রাণ তাদের কাছে এখন পর্যন্ত পৌঁছেনি। তাই বাধ্য হয়েই ত্রাণের মালামাল তারা ছিনিয়ে নিয়েছেন।
এমন ঘটনা শুধু জামালপুরেই নয়, অনেক এলাকায় দেখা গেছে। ক্ষুধার্ত মানুষেরা অর্থ আর খাবারের জন্য রাস্তায় নেমে এসেছে। লকডাউনের নিয়ম ভেঙে তারা ঘরের বাইরে এসেছেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |