| ১২ এপ্রিল ২০২০ | ১২:২০ অপরাহ্ণ
বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের লাশ দাফন করা হয়েছে নারায়ণগঞ্জে। তার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোরে এ দফন সম্পন্ন হয়। ভোলার স্থানীয় জনগণ বঙ্গবন্ধুর খুনির মরদেহ তাদের মাটিতে দাফন করতে আপত্তি তোলায় নারায়ণগঞ্জে দাফনের সিদ্ধান্ত হয়।
এর আগে, শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কার্যকর করা হয়েছে।
ফাঁসি কার্যকরের প্রায় তিন ঘণ্টা পর সিদ্ধান্ত হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন করার জন্য পাঠানো হয়েছে। এরপর তার স্ত্রীর কাছে আবদুল মাজেদের মরদেহ হস্তান্তর করা হয়। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কারাগারের ভিতর থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। ভোরে তাকে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের সাতগ্রাম কবরস্থানে দাফন করা হয়।