| ১২ এপ্রিল ২০২০ | ১১:৩০ পূর্বাহ্ণ
করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বিবেচনা করে ব্যাংকে লেনদেনের পরিবর্তিত সময়সূচি আজ থেকে কার্যকর হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে।
লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
বাংলাদেশে কার্যরত সকল তফসিলী ব্যাংকের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো প্রজ্ঞাপনে নতুন এই সময়সূচির কথা বলা হয়।
এ নিয়ে চতুর্থ দফায় ব্যাংকিংয়ের সময় কিছুটা কমানো হয়েছে।
এর আগে ব্যাংকে লেনদেনের সময় ছিল বেলা ১টা পর্যন্ত। আর বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে বলা হয়েছিল।
কিন্তু ব্যাংক কর্মকর্তাদের করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংক লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময় কমানোর সিদ্ধান্ত নেয়।